নিজস্ব সংবাদদাতা ঃ
আদল সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতি লিমিটেড এ আজ ০৯ মে সোমবার দুপুর ১২ টায় সমিতির কার্যক্রম পরিদর্শন করেন, দিনাজপুর জেলা সমবায় কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম। প্রতিষ্ঠানটি পার্বতীপুর উপজেলার সাহেবপাড়া মহল্লায় অবস্থিত। ২০১০ সাল থেকে নিরলস ভাবে সমবায় ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমিতির কার্যক্রমগুলো সুন্দরভাবে উপস্থাপন করেন সমিতির তরুণ উদ্যেক্তা মিডিয়া ব্যক্তিত্ব মোস্তাকিম সরকার। পরিদর্শনের সময় সমিতির কার্যক্রম দেখে জেলা সমবায় কর্মকর্তা ভূয়সী প্রশংসা করেন। সমিতির প্রশিক্ষণ কেন্দ্র , প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষালয়, প্রতিবন্ধী ব্যক্তিদের ফিজিওথেরাপী সেন্টার, বিধবা ও অসহায় মহিলা সদস্যদের হাতের কাজ দেখেন। নারীরা ঘরে বসে হাতে সেলাইয়ের কাজ করছে। এর মাধ্যমে নারীরা অর্থনৈতিকভাবে স্বালম্বি হচ্ছে। এ কার্যক্রমগুলো দেখে তিনি অভিভূত। পরিদর্শনের সময় সাথে ছিলেন পার্বতীপুর উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুর রব প্রামানিক, সহকারী পরিদর্শক আলমগীর মিয়া, সমিতির সভাপতি মোস্তাকিম সরকারসহ অন্যান্য সদস্যবৃন্দ।