উলিপুর(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
মা ও শিশুর জীবন বাঁচাতে স্বাস্থ্য কেন্দ্র হবে যেতে, শনিবার (২৮ মে)২০২২ সকাল ১০টায় উলিপুর স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সুভাষ চন্দ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাইদুল ইসলাম, ডাঃ দেবজীত বকসি MO (UNICEF)ডাঃ মোঃ তানজিরুল ইসলাম MO,ডাঃ বিষাদ চন্দ্র MO,ডাঃ আইরিন আখতার MO,ডাঃ ফারিয়া হাসান প্রমুখ ।