মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: নিজেদের ক্লাব ইতিহাসে তৃতীয় বারের মত এএফসি কাপ মিশনে নামছে বসুন্ধরা কিংস। সে লক্ষ্যে আজ ঢাকা ছেড়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। সকাল ১০ টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমান যোগে ২৬ জন খেলোয়াড় নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে অস্কার ব্রুজোনের দল। ১০ টা বেজে ৫০ মিনিটে কলকাতায় পৌছানোর কথা বসুন্ধরা কিংসের। তবে দলের সঙ্গে ফ্লাইটে চড়েননি ধারে যোগ দেওয়া দুই বিদেশি সুদি আব্দুল্লাহ ও চিনেদু ম্যাথিউ। দুই-একদিনের মধ্যেই তারা কলকাতায় গিয়ে দলের সঙ্গে যোগ দিবে বলে ক্লাব কর্তৃপক্ষ থেকে জানা গিয়েছে।
কলকাতার যুব ভারতীয় স্টেডিয়ামে আগামী ১৮ই মে শুরু হবে গ্রুপ পর্বের ম্যাচ। শুরুর দিনেই কিংসের প্রতিপক্ষ মালদ্বীপের মাজিয়া স্পোর্টস। এরপর ২১ তারিখে এটিকে মোহনবাগান এবং ২৪ তারিখে প্রতিপক্ষ গোকুলাম কেরালা।
সূচিঃ
১৮ মে, ২০২২, রাত ৯টা
বসুন্ধরা কিংস বনাম মাজিয়া স্পোর্টস
২১ মে ২০২২, বিকেল ৫টা
এটিকে মোহনবাগান বনাম বসুন্ধরা কিংস
২৪ মে ২০২২, বিকেল ৫টা
বসুন্ধরা কিংস বনাম গোকুলাম কেরালা।