মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: ড. সৈয়দ আব্দুল মুতাকাব্বির মাসুদ সিলেট জেলার ওসমানীনগর উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হন।অধ্যাপক ড. মুতাকাব্বির মাসুদ ওসমানীনগর উপজেলার তাজপুর ডিগ্রি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। অধ্যাপক ড. মাসুদ একজন মেধাবী ও মুক্ত মনের মানুষ। একজন বিশিষ্ট গবেষক। বিশ্ষে করে একজন বন্কিম গবেষক, সাহিত্যিক ও কবি। ইতোমধ্যে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তাছাড়া তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সিনেট সদস্য। এছাড়াও তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশনের লাইফ মেম্বার। ইতোমধ্যে কবিতা ও প্রবন্ধসহ তার ৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তার জন্মস্হান হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামে। বর্তমানে বসবাস করছেন শ্রীমঙ্গল শহরে।