কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে এক সপ্তাহে ৪০৬ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলায় দিনে বৃষ্টিপাতের স্বাভাবিক মাত্রা ১০ মিলিমিটার থেকে ২৫ মিলিমিটার ধরা হলেও
শুক্রবার (১৩ মে) থেকে শুক্রবার (২০ মে) পর্যন্ত জেলায় প্রতিদিন গড়ে প্রায় ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে রাজারহাট অাবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুর হোসেন।
সবুর হোসেন বলেন, জেলায় সাত দিনে মোট ৪০৬ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা স্বাভাবিকের চেয়েও প্রায় ৫৮ শতাংশ বেশী। যাকে বলা হয় মাঝারী ভারীবর্ষন।
অাবহাওয়ার পূর্বাভাস জানিয়ে সবুর হোসেন বলেন, রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে অার দুই-তিন দিন ভারিবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।