মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশের অভিযানে ৮০ পিচ ইয়াবা সহ এক ইয়াবা কারবারি কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৬ মে) বিকাল ৬ টায় পৌরসভার দক্ষিণ নয়াপাড়ার সেকেন্দারের চাতালের সামনের রাস্তায় ইয়াবাসহ গ্রেফতারের ঘটনা ঘটে।গ্রেফতারকৃত ইয়াবা কারবারির নাম মোঃ রাজন (৩৫)।তিনি ঘোড়াঘাট পৌরসভার ২নং ওয়ার্ডের মৃত মকবুল হোসেনের ছেলে।
জানা যায়, উপ-পরিদর্শক তপন দাস গুপ্ত সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ নয়াপাড়া সিনামা হল রোডে সেকেন্দারের চাতালের সামনে রাজন নামের এক ব্যক্তির দেহ তল্লাশির কালে তার পরিহিত ট্যাউজার এর ডান পকেটে সাদা পলিথিনে মোড়ানো ৮০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।এসময় মাদক কারবারি রাজন
কতিপয় ব্যক্তির কাছে প্রকাশ্যে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিল এবং তার সাথে থাকা অপর একজন পুলিশের উপস্থিত বুঝতে পেরে পালিয়ে যায় বলে জানায় থানা পুলিশ।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবু হাসান কবির, পিপিএম (সেবা) জানান, ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ একজন কে গ্রেফতার করা হয়েছে।পরে মাদক ক্রায়-বিক্রয়ে অপর একজন সহযোগী সহ ২জনকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।