মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে শেরপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে আঃ রহিম (৬০)নামে এক বৃদ্ধ পথচারীকে আহত করার অপরাধে দুই আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৪ মে শনিবার দিবাগত রাত ৮ ঘটিকার দিকে উপজেলার তেতুলতলা বাজারে এ
ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতারা হলেন,
শেরপুর জেলার নকলা উপজেলার চিথলিয়া গ্রামের সামাদ এর ছেলে
ঝিনুক মিয়া (৩৪) ও শেরপুর সদর থানার নবীনগর এলাকার শাহীন মিয়ার ছেলে রিপন মিয়া(৩২)।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে, শনিবার রাত ৮ঘটিকার দিকে মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে ঝিনাইগাতী থেকে শেরপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তেতুলতলা বাজারে জৈনক পথচারী আঃ রহিমকে আহত করে। এ ঘটনায় স্থানীয় জনতা ওই দুই আরোহীকে গতিরোধ করে থানায় খবর দেয়। খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে তল্লাশী করে একটি প্লাস্টিকের সেভেন আপের ছোট বোতল সহ আরো কয়েকটি প্লাস্টিকের ছোট বোতলে চোলাই মদ উদ্ধার করে। এই ঘটনায় ওই দুই ব্যক্তির নামে ঝিনাইগাতী থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের পর আদালতে প্রেরণ করা হয়েছে।