শশীগঞ্জ মৎস আড়ৎদার সমিতির সভাপতি হাসেম মহাজন জানান, তার আড়তের আলাউদ্দিন মাঝির ট্রলার ঝড়োবাতাসের সময় তীব্র স্রোত ও ঢেউয়ের কারনে মাস্তুল ভেঙ্গে দ্বিখন্ডিত হয়ে যায়। এতে সাত জেলে নৌকার ভেঙ্গে যাওয়া মাস্তুল ধরের স্রোতের টানে ভাসতে থাকে। প্রায় দুই ঘন্টা ভেসে চর সামছুদ্দিন নামে একটি জনমানবহীন দ্বীপে আশ্রয় নেয় তারা। অপর জেলে সেরাজল (৬৫) স্রোতে ভেসে যাওয়ার সময় মনপুরা উপজেলার হাসান মাঝির জেলেরা তাকে উদ্ধার করে। মাল্লা সিদ্দিক (৫২) ও আলাউদ্দিন (৪৫) কে আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
শশীগঞ্জ ঘাটের জামাল মাঝি জানান, বাতাসের কবলে পড়ে ছয় জেলেসহ নদীতে পড়ে যান। এসময় পার্শ্ববর্তী মাছ ধরারত আলাউদ্দিন মাঝির জেলেরা দ্রুত সবাইকে উদ্ধার করে ঘাটে নিয়ে আসে। তাদের নৌকা ও জালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানান তিনি।
মনপুরা কোষ্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার জানান, নিয়মিত ডিউটি চলাকালীন সময় একটি ভেঙ্গে যাওয়া নৌকার মাস্তুল ধরে নদীতে ভাসতে দেখে সাত জেলেকে উদ্ধার করা হয়। পরে তাদের আড়ৎদার আবুল হাসেমের কাছে তাদের বুঝিয়ে দেয়া হয়েছে।