ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ
ধাপেরহাটে আল মামুন মন্ডল কর্তৃক টিভি কেবল নেটওয়ার্ক এর লাইনম্যান কালাম আহত হয়ে হাসপাতালে ভর্তি। অতঃপর আল মামুন মন্ডল (৩২) গ্রেফতার। থানায় মামলা।
মামলা ও সরেজমিনে প্রকাশ,ধাপেরহাট এলাকার হাসানপাড়াা গ্রামের আব্দুল মান্নান মন্ডলের ছেলে বখাটে,সন্ত্রাসী ও মাদকসেবী মামুন একের পর এক এলাকায় নিরিহ নিরাপরাধ লোককে ফিল্মিস্টাইলে মারপিট আহত করে নেশার টাকার জন্য চাঁদা আদায় করতো। এরই ধারাবাহিকতায় ৬নং ধাপেরহাট ইউনিয়নের মধ্য নিজপাড়া গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে ডিশ ব্যবসায়ী আব্দুল গোফফার সরকার কালাম (৬১)’র নিকট নেশার টাকার জন্য চাঁদা দাবী করে আসছিলো। আর এ টাকা দিতে কালাম অসম্মতি জ্ঞাপন করে। এতে ক্ষিপ্ত হয় চাঁদাবাজ সন্ত্রাসী মামুন । একপর্যায়ে ১০ মে দুপুর ২টার দিকে ডিশ লাইনের কাজ শেষে ধাপেরহাট বন্দরে আসার সময় সবার পরিচিত মুখ ডিশ কালামকে এলোপাথাড়ি মার ডাং~য়ে গুরতর আহত করে মামুন মন্ডল গং-রা।
এব্যাপারে আহত আব্দুল গোফফার সরকার কালাম (৬১) বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেন।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের চৌকস পুলিশের ইনচার্জ সেরাজুল হক ও সঙ্গীয় ফোর্স মামুনকে আটক করে গাইবান্ধা কারাগারে প্রেরণ করেন।