সোহেল সানী :
দিনাজপুরের পার্বতীপুরে নানান বাড়ী বেড়ানো হলোনা মোহাম্মদ ইশার। ঘাতক ট্রাক কেড়ে তার নিলো জীবন। ইশা সৈয়দপুর থেকে সকালে তার নানার বাড়ী বেড়াতে পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি বাজারে আসেন। আজ শুক্রবার সকাল ১১টায় পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক সড়ক কেশর ভাঙ্গায় চাল বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোহাম্মদ ইশা (২৫)’র ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়। ইশা নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষ¥নপুর পাঠানপাড়া গ্রামের মেনা মিয়ার ছেলে। এ ঘটনায় উত্তেজিত জনতা ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে রাখে। পরে পার্বতীপুর মডলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। দুপুরে পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ চাল বোঝাই ট্রাকটিকে (ঢাকা মেট্রো-ট ২৪-১৫৯০) আটক করেছে। ঘাতক ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।
পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুর রহমান জানান, শুক্রবার সকাল ১১টার দিকে সৈয়দপুর থেকে চাল বোঝাই একটি ট্রাক পার্বতীপুরের দিকে আসছিলো। এসময় ইশা সড়কের পাশ ধরে দিয়ে যাচ্ছিল। ইশা সৈয়দপুর থেকে তার নানার বাড়ী বেলাইচন্ডি বাজারে আসেন।
পার্বতীপুর মডেল থানার ওসি (তদন্ত) সুজয় কুমার রায় জানান, ঘটনাস্থল থেকে পুলিশ চাল বোঝাই ট্রাকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। চালক ও হেলপার পলাতক রয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।