মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ পার্বতীপুরে ১৯৯৭ সালে যারা এস এসসি পাশ করেছিল তাদের নিয়ে ঈদপুনঃমিলনী ও ২৫বছর পূতিতে রজত জয়ন্তী উদযাপনের লক্ষ্যে এক মিলন মেলার আয়োজন করেছেন। ৯৭ ব্যাচের কাওসার আহমেদ জানান অনুষ্ঠানটিকে সাফল্য মন্ডিত করতে একটি উদযাপন কমিটি গঠন করেছেন তারা। সকল বন্ধুকে একত্রিত করতে সোস্যাল মিডিয়ায় সরব হয়ে উঠেছে ৯৭ ব্যাচের বন্ধুরা। ব্যাপক প্রচারের জন্য মোড়ে মোড়ে ব্যানার শোভা পাচ্ছে। সকলের মতামত নিয়ে সুন্দর একটি শ্লোগান তৈরী করেছেন , বন্ধু তোরা আছিস, তোরাই থাকবি। অনুষ্ঠানের তারিখ নির্ধারন করেছেন ঈদুল আযহার ৩য়দিন।সম্ভাব্য তারিখ ১২ জুলাই। স্থান নির্ধারন করেছেন,পার্বতীপুর পৌর অডিটোরিয়াম। অনুষ্ঠানটি সকাল থেকে শুরু করে রাত ১০ টা পর্যন্ত চলবে। বন্ধুদের একত্রিত করতে রেজিষ্টেশনের ব্যবস্থা করেছেন।এর ফি বাবদ একহাজার পাঁচ শত টাকা ধার্য করেছেন।রেজিষ্টেশনের শেষ তারিখ ১৫ জুন । অনুষ্ঠানের তালিকায় রয়েছে র্যালি,মানসম্মত টি শার্ট,সকালের নাস্তা, দুপুরে উন্নত মানের খাবার, বিকালে বন্ধুদের পরিবার নিয়ে আড্ডা।প্রাক্তন শিক্ষকদের সম্মননা। সন্ধ্যায় দেশসেরা শিল্পীদের নিয়ে মন মাতানো গানের আসর। পার্বতীপুর উপজেলায় ৭৬ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ৩৯ টি মাদরাসা, ১ টি ভোকেশনাল বিদ্যালয় রয়েছে। উদযাপন কমিটির আহবায়ক হলেন পার্বতীপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানান্কুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯৭ ব্যাচের মেধাবী শিক্ষার্থী সাজেদুর রহমান সাজিদ।তিনি বলেন এ অনুষ্ঠানের মাধ্যমে দেশে বিদেশে থাকা পার্বতীপুরের বন্ধুদের মিলন মেলা হবে।অনুষ্ঠানটি সফল করতে সকলের তিনি সহযোগিতা কামনা করেছেন।