মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ
পার্বতীপুর পৌর পরিষদ বিলুপ্তি ঘোষনা করে আজ ৫ মে পৌর সভার প্রশাসকের দায়িত্ব গ্রহন করলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসমাঈল। গত ২৭ এ্প্রিল স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রনালয় থেকে পরিপত্র জারি করেন। সীমানা জটিলতার কারনে দীর্ঘদিন ধরে নির্বাচন হয় নাই।মামলার অযুহাতে আটকে যায় নির্বাচন। আইনের ফাঁকে নির্বাচন ছাড়াই দীর্ঘদিন ধরে মেয়রের দায়িত্ব পালন করেন এজেড এম মেনহাজুল হক।পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসমাঈল পৌর সভার প্রশাসকের দায়িত্ব গ্রহনের সত্যতা স্বীকার করেন।দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী মেয়র এজেডএম মেনহাজুল হক।