ফুলবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ ১২.৫.২২
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩ টায় ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এর উদ্বোধ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার ও ইউএনও সুমন দাস। উক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে অনূর্ধ্ব -১৭ বছরের কিশোর ও কিশোরীদের শারীরিক, মানসিক ও নান্দনিকতার বিকাশে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে সহিঞ্চুতা মনোবল বৃদ্ধি ও খেলাধুলায় উৎসাহী করে গড়ে তোলা এবং ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ, মাদকাসক্তি, জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকান্ড হতে বিরত রাখার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী ডিগ্রী কলেজ অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আব্দুল হাই রকেট, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণসহ ক্রীড়ামোদী জনগণ। টুর্নামেন্টে বড়ভিটা ইউনিয়ন ফুটবল দল একাদশ ৩-০ গোলে শিমুলবাড়ী ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে।