ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে রহিম বাদশা (৪৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার কামালপুর বটতলা গ্রামে এ দূঘর্টনা ঘটে। এসময় মতিয়ার রহমান নামের অপর এক শ্রমিক আহত হন। নিহত রহিম বাদশা ওই এলাকার আবুল কাশেমের ছেলে। আহত মতিয়ার রহমান একই এলাকার কামাল উদ্দিনের ছেলে।
স্থানীয় আব্দুল খালেক জানান, নিহত রহিম বাদশা সহ ১০/১২ জন শ্রমিক একসাথে ওই এলাকার আবুবক্কর সিদ্দিকের বোরো ধান ক্ষেত চুক্তি নিয়ে কাটার জন্য যান। ধান কাটা শেষ হলে আঁটি তোলার সময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে রহিম বাদশা ও মতিয়ার রহমান জমিতে অচেতন হয়ে পরেন। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শ্রমিক রহিম বাদশার মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মতিয়ার রহমানের জ্ঞান ফিরে আসে।
ফুলবাড়ী থাসনার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।