ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ১৫.০৫.২২
ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯৭ বোতল নেশা জাতীয় ইস্কাফ সিরাপ সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
গত শনিবার গভীর রাতে (১৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই রাহাত আলম, এসআই শফিকুল ইসলাম, এএসআই মনজুরুল ইসলাম, এএসআই শাহ জালাল সহ পুলিশ সদস্যরা উপজেলার বড়ভিটা ইউনিয়নের চড় বড়লই হাজীটারী গ্রামের হামিদ মেম্বারের মোড়ে অভিযান চালিয়ে ফেনসিডিলের বিকল্প নেশা ৯৭ বোতল ইস্কাফ সহ ওই ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ নুর ইসলাম (৩৬)।তিনি বড়ভিটা ইউনিয়নের চর বড়লই গ্রামের মকবুল হোসেনর ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটককৃত আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।