শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী ব্রিটিশ বাংলা ক্যামিক্যাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক নাঈম সরফরাজ বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০১৯/২০ পেয়েছেন। বাংলাদেশের ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে প্রবাসীদের অবদানের স্বীকৃতি এবং ব্যাংকি অধিক পরিমাণ বৈদেশিক মুদ্রা প্রেরণে উৎসাহিত করার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক ৭ম বারের মতো প্রবাসী বাংলা বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়র্ড ২০১৯ ও ২০২০’ প্রদান করেছে। ব্যাংকিং চ্যানেল সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী, সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী ব্যাংক ও সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি চালিত মালিকানাধীন এক্সচেঞ্জ হাউজের জন্য গত ১২ মে বিকেল কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ), খামারবাড়ি, ঢাকা-এর অডিটোরিয়ামে এক সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্টানে অনুভূত বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, প্রবাসী কল্যান বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বিশেষ অতিথি এবং ডেপুটি গভর্নর আবু ফরাহ মোঃ নাছের উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্টানে ব্রিটিশ বাংলা ক্যামিক্যাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক নাঈম সারফারাজ বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০১৯/২০২০ প্রদান করেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এর হাত থেকে গ্রহন করেন।