আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৩৯ বোতল ফেনসিডিলসহ মোঃ বাবু (২৭) নামে এক ট্রেনযাত্রীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। রবিবার রাত সাড়ে ১০টায় উপজেলার সান্তাহার স্টেশন এলাকায় খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাবু রাজশাহী জেলার চারঘাট থানার হলিদাগাছী এলাকার বাবর আলীর ছেলে।সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম বলেন, রবিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে মাদক নিয়ে যাত্রী বেসে যাচ্ছিলেন ধৃত বাবু। গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার স্টেশন এলাকায় রাত ১০টা ২০ মিনিটে ট্রেনটি পৌঁছালে ওই ট্রেনে অভিযান চালিয়ে ‘খ’ বগি থেকে ৩৯ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়।তিনি আরও বলেন, এ ঘটনায় বাবুর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর সোমবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।