মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: পুঁজিবাজারের মন্দাবস্থার পরিপ্রেক্ষিতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার দর কমার সর্বোচ্চ সীমা আবার ২ শতাংশ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যা বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল বাংলাদেশ জার্নালকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাজারের ধারাবাহিক পতন রোধে এ বছরেই এ পর্যন্ত তিনবার দরপতনের সীমায় পরিবর্তন আনা হলো। এর আগে গত ৮ মার্চ পুঁজিবাজারের অব্যাহত দরপতন প্রতিরোধে দর কমার সর্বোচ্চ সীমা ১০ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করেছিল কমিশন। যা পরিবর্তন করে ২০ এপ্রিল ৫ শতাংশ করা হয়। আজ ৫ শতাংশ থেকে কমিয়ে ফের ২ শতাংশে এ নামিয়ে আনা হল।