সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগর উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা গত মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ওইদিন দুপুর ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল’র সহযোগিতায় ওই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার, সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন ও তাঁতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতীন মৃধা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাঃ সেলিম মোরশেদ।