সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগর থানা পুলিশ দুই কেজি গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী স্বপন সরদার ওরফে স্বপন মিয়াকে (৩২) গ্রেফতার করেছে। শুক্রবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বদনপুর গ্রামের আবুল হোসেনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী স্বপন সরদার বেড়া মৈত্রবাধা গ্রামের ইউনুস আলী ওরফে ইনু সরদারের ছেলে এবং উক্ত আবুল হোসেনের বাড়ির ভাড়াটিয়া।
থানার ডিউটি অফিসার সাইমুন নেছা জানান, আবুল হোসেনের বাড়ির ভাড়াটিয়া মাদক ব্যবসায়ী স্বপন দীর্ঘদিন তার শয়ন কক্ষে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য রেখে বিক্রি করে আসছিল। ওইদিন গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টার দিকে থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নানের নেতৃত্বে এসআই মাসুম বিল্লাহ খলিফা সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে ওই বাড়ি থেকে গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে। আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান জানান, মাদক ব্যবসায়ী স্বপনের বিরুদ্ধে আদালতে আরো আটটি বিচারাধীন মাদক মামলা রয়েছে। সেই সঙ্গে তার বিরুদ্ধে বেড়া মডেল থানায় দু’টি সাজা পরোয়ানা রয়েছে।