সুজানগর (পাবন) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরের কাচুরী হতে বোনকোলা বাজার ভায়া নুরুদ্দিনপুর পাকা সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন জায়গা থেকে কার্পেটিং উঠে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় একটু বৃষ্টি হলেই হাঁটু পানি জমে থাকে। এ সময় সড়কটি দিয়ে চলাচলে যানবাহনের পাশাপাশি জনসাধারণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বোনকোলা গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান এএসএম আমিনুল ইসলাম বলেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ওই সড়ক দিয়ে প্রতিদিন শত শত সিএনজি, মাইক্রোবাস এবং ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। সেই সঙ্গে ওই একই সড়ক দিয়ে এলাকার শিক্ষার্থীরা বোনকোলা স্কুল এন্ড কলেজসহ ৫/৬টি শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে থাকে। পাশাপাশি এলাকাবাসী ব্যবসা-বাণিজ্যের প্রয়োজনেও বিভিন্ন যানবাহনযোগে ওই একই সড়ক দিয়ে বোনকোলা বাজারে যাতায়াত করেন। অথচ দীর্ঘদিন সড়কটির অধিকাংশ জায়গা থেকে কার্পেটিং উঠে বড় বড় গর্ত হয়ে গেছে। এতে সড়কটি দিয়ে ওই সকল যানবাহনের পাশাপাশি জনসাধারণ পর্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করছেন। যেকোন মুহূর্তে ওই সকল যানবাহন দুর্ঘটনায় পতিত হতে পারে বলে ভুক্তভোগী সিএনজি চালক আব্দুর রাজ্জাক জানান। উপজেলা প্রকৌশলী রাকিব হোসেন বলেন সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে সংস্কার করা হবে।