সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ “জীববৈচিত্র্য সংরক্ষণ করি, সবার ভবিষ্যৎ নিশ্চিত করি”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল রোববার বিকালে সারা দেশের ন্যায় পাবনার সুজানগরেও বিশ্ব জীববৈচিত্র্য দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এসো দেশকে ভালবাসি’র উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা উপজেলার মানিকহাট ইউনিয়নের মোমিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত সংগঠনের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং প্রভাষক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম ও মোমিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা পারভীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, ইউসুফ আলী মাস্টার ও আ’লীগ নেতা নজরুল ইসলাম। বক্তারা জীববৈচিত্র্য রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন এসো দেশকে ভালবাসি’র সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।