মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ গত কার্যদিবসের ধারাবাহিকতায় পুঁজিবাজারে বড় পতন হয়েছে বুধবার। এদিন পুঁজিবাজারের প্রধান সূচক কমেছে। সূচকের সাথে অধিকাংশ কোম্পানির শেয়ার দর এবং টাকার পরিমাণে লেনদেনও কমেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৩.৬২ পয়েন্ট ৬ হাজার ৫৯১ দশমিক ৯৯ পয়েন্টে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে এক হাজার ১৩৫ কোটি ৭০ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ১২২ কোটি ৩০ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ২৫৮ কোটি টাকার।ডিএসইতে ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৩২৩টির এবং ২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তে আজ ২৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।