হাবিপ্রবি সংবাদদাতাঃ
২৫মে,২০২২ (বুধবার) বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস(বিইউপি) এর পরিবেশ বিষয়ক সংগঠন “এনভেরনমেন্টাল ক্লাব অফ বিইউপি” কর্তৃক আয়োজিত বিইউপি এনভেরনমেন্টাল ফেস্ট ২০২২ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো। ৩৫ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফটোগ্রাফি প্রতিযোগিতায় ১ম রানার্স আপ হয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) মার্কেটিং বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আরিফ হাসান সাব্বির।
রানার্স আপ হওয়ায় সাব্বিরের অনুভূতি জানতে চাইলে বলেন,” ছবি তোলার আগ্রহটা আমার ছোট বেলা থেকেই। ২০১৮ এর শেষের দিকে আমি ফটোগ্রাফি শুরু করি। তবে কখনো কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয়নি। আমার বড় ভাইয়ের কথায় BUP Environmental Fest 2022 এ অংশগ্রহণ করি এবং 1st runner-up হয়ে আমার বিশ্ববিদ্যালয়কে তুলে ধরতে পেরেছি, যা আমার জন্য একটি বড় অর্জন।”