মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের আগুনে নথিপত্রের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও সহকারী মুখপাত্র জি. এম. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল সোয়া ৬টার দিকে বাংলাদেশ ব্যাংকের (দ্বিতীয় সংলগ্নী ভবনের ৪র্থ তলা) জরুরি ওষুধ সংরক্ষণাগারে ফ্রিজের কম্প্রেসার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ব্যাংকে সার্বক্ষণিক দায়িত্বে থাকা রিজার্ভ ফায়ার ব্রিগেড ইউনিট নিজস্ব ফায়ার হাইড্রেন্ট সিস্টেমের মাধ্যমে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত আগুন নেভানোর ফলে নথিপত্রের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে।