উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ৬ ব্যক্তির বিরুদ্ধে সরকারি গাছ এবং গাছের ডাল কর্তনের অভিযাগ পাওয়া গেছে। এ ব্যাপার উপজলা নির্বাহী অফিসার সহ বিভিন দপ্তর লিখিত অভিযাগ প্ররণ করা হয়ছে।
অভিাযাগে জানা গেছে, গুনাইগাছ ইউনিয়ন ভূমি অফিসের মাঠের ১০টি বিভিন প্রজাতির গাছ আনুমানিক ২/৩ বছর মধ্য ওই এলাকার বক্তার আলীর পুত্র মজিদ মিস্ত্রি, আবুল হাসনর পুত্র হযরত আলী, নরদ্র চদ্র শীলএর পুত্র অশক চদ্র শীল, গোবিদ চদ্র শীল, মোসলেম আলীর পুত্র রাসেল আলী ও আতাউর রহমান আতা কর্তন করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। এ এঘটনায় ওই এলাকার মনজু মিয়া গত ১৬ জুন উপজলা নির্বাহী অফিসার সহ বিভিন দপ্তর লিখিত অভিযাগ প্ররণ করন।
এ ব্যাপার রাসেল আলী, েগাবিদ চদ্র শীল, মজিদ মিস্ত্রি সহ সকলের সাথ কথা হলে তারা বলেন, গাছ কাটার ব্যাপারে আমরা েকান কিছু জানিনা। আমাদর বিরুদ্ধ যে অভিযাগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।
এ ব্যাপার গুনাইগাছ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা গনশ চদ্র ঝাঁ এর সাথে কথা হলে তিনি বলেন, আমি এ কর্ম¯লয় যােগদানের পর থেকে কেউ গাছ কর্তন করে নিয়া যায়নি এবং কেউ আমাকে গাছ কর্তননের ব্যাপার জানায়নি। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।