মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় আহত হয়ে উপজেলা হাসপাতালে ভর্তি জাকির হোসেন(৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক ১০:০০ টায় উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রামে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়,নিহত জাকির হোসেন একজন মানসিক ভারসাম্যহীন। গত দুই বছর আগে কোন এক জায়গা থেকে বিরাহিমপুর গুচ্ছগ্রামে আসে এবং বাজারের লোকজনের সহায়তায় সে গুচ্ছগ্রামের বাজারে থাকতো।ঘটনার দিন সকাল ১০টায় রাস্তা পারাপারের সময় ব্যাটারি চালিত অটোরিক্সার সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় আঘাত সহ বাঁম পা ভেঙ্গে যায়।সেসময় স্থানীয় জনগণ গুরুতর আহত জাকির কে দ্রুত স্থানীয় উপজেলা হাসপাতালে ভর্তি করে।পরে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫ টায় জাকির মারা যায়।
উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মনির-উজ-জামান মুরাদ জানান, আহত জাকিরের বাম পা দুই জায়গায় ভেঙ্গে যাওয়া সহ মাথায় গুরুতর আঘাত লাগায় মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সর্বাত্মক চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।গতকাল বিকাল ৫ টায় তার মৃত্যু হয় বলে তিনি জানান।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবু হাসান কবির জানান,এই বিষয়ে কোন অভিযোগ কারি অভিযোগ করেন নি।অভিযোগ পাওয়া গেলে আইনানুগ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।