মনোয়ার বাবু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে মন্ডল এন্ড সন্স ট্রেডিং এর আয়োজনে ঢাকা ব্যাংক হাকিম পুর শাখার মাধ্যমে ফ্রিতে একাউন্ট খোলা ও সদস্য সংগ্রহের জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (১১জুন) পৌরসভার ৩ নং ওয়ার্ডের মৃত বদরুল মন্ডলের চাতালে মন্ডল এন্ড সন্স ট্রেডিং এ সকাল ১০ টায় এ কার্যক্রমের উদ্ভোধন করা হয়।
এই উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মন্ডল এন্ড সন্স ট্রেডিং এর প্রোপ্রাইটর- এ কে এম জাকির হোসেন মন্ডল কৌশিক ও মোঃ জাফরুল ইসলাম (বাপ্পি মন্ডল), ঢাকা ব্যাংক হাকিমপুর শাখার ম্যানেজার মোঃ নাইমুল আজিম, সহকারি ম্যানেজার কাজী আরিফুল ইসলাম, ক্যাশ ইনচার্জ মো: ইয়াকত হাসান সরদার, জিবি ইনচার্জ মোঃ শামসুল আরফিন চৌধুরী সহ অনেকে।
অন্যান্যদের মধ্যে ঢাকা ব্যাংক হাকিমপুর শাখার ম্যানেজার মোঃ নাইমুল আজিম তাঁর বক্তৃতায় জানান, গ্রহকের সেবা দোরগোড়ায় পৌছে দেওয়ার জন্য মোবাইল এ্যাপস এর মাধ্যমে অ্যাকাউন্ট খোলা হচ্ছে কোন চার্জ ছাড়াই। সাথে থাকছে চেক বই এবং ডেবিট কার্ড ফ্রি। এই অফারটি চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। এই ক্ষেত্রে যারা অ্যাকাউন্ট খুলবেন তাদেরকে অবশ্যই সঙ্গে করে গ্রাহক ও নমিনির এনআইডি ফটোকপি ও ছবি আনতে হবে। তিনি আরও জানান, ঢাকা ব্যাংক অ্যাকাউন্ট হতে বিকাশ, নগদ ও রকেট একাউন্টে টাকা ট্রান্সফার করা যাবে এবং বিকাশ, নগদ ও রকেট একাউন্ট হতে ঢাকা ব্যাংকের একাউন্টে টাকা ট্রান্সফার করা যাবে ঢাকা ব্যাংক Go app এর মাধ্যমে।
এসময় মন্ডল এন্ড সন্স ট্রেডিং এর প্রোপ্রাইটর মোঃ জাফরুল ইসলাম (বাপ্পি মন্ডল) ঘোড়াঘাটে ঢাকা ব্যাংকের এজেন্ট অফিস স্থাপন করা জন্য আগামী ৩০ জুনের মধ্যে একাউন্ট খোলার মাধ্যমে সকলকে সহযোগীতার জন্য আহবান করেন।