মনোয়ার বাবু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তঃজেলার গরু চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে থানা পুলিশের একটি দল।এসময় ওই চক্রের কাছ থেকে ৩টি চোরাই গরু উদ্ধার এবং চুরির কাজে ব্যবহিত পিকআপ গাড়ি জব্দ করা হয়। আজ মঙ্গল বার সকালে চুরি করা গরু নিয়ে বগুড়ার উদ্দেশ্যে যাবার সময় নিতাই শাহ কারিগরি কলেজের সামনে টহলরত পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন,দিনাজপুর,নবাবগঞ্জ, বিন্নাগাড়ি-মাছুয়াপাড়ার মৃত- ফসির উদ্দিনের ছেলে মোঃ মজিদুল ওরফে মইদুল(৩৫),গাড়ির হেলপার বগুড়া নুরুইলের মৃত- জাহিদুলের ছেলে মোঃ ছমির উদ্দিন ওরফে ডাবলু(২৮),ড্রাইভার একই জেলার শেখেরকোলা চরপাড়ার মৃত- সাদেক মন্ডলের ছেলে মোঃ তোফাজ্জল (৪৭) এবং দিনাজপুর পার্বতীপুর মুন্সি পাড়ার মৃত- আঃ ছাত্তারের ছেলে মোঃ আঃ কাদের (৫০)।
পুলিশ জানায়,উপ-পরিদর্শক জিয়াউর রহমানের নেতৃত্বে এএসআই আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সকালে চেকপোস্টে ডিউটি কালিন সময়ে ঘোড়াঘাট -গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কারিগরি কলেজের সামনে সন্দেহভাজন একটি পিকআপ গাড়িকে থামানোর সংকেত দেওয়া হয়।পরে পিকআপ গাড়ির বডির উপর ত্রিপলের নিচে দু’জন ব্যক্তির বসে থাকতে দেখে পুলিশের সন্দেহ হয়।সেসময় ত্রিপলের নীচে আমের ঝুড়ির আড়ালে পা এবং মূখ বাঁধানো ৩টি গরু দেখতে পেয়ে পুলিশ তাদের গরুর প্রয়োজনীয় কাগজ দেখতে চাইলে তারা পালানোর চেষ্টা করে।পরে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয় এবং গরু ৩ টি উদ্ধার করে নঁওগা-ড-১১-০০৪০ পিকআপ গাড়ি টি সহ থানায় নিয়ে আসে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবু হাসান কবির জানান,আন্তঃজেলা চোর চক্রের ৪জন চোর কে আটক এবং তাদের চুরি করা ৩ টি গরু উদ্ধার ও চুরির কাজে ব্যবহিত পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জড়িত কয়েক জনের নাম উল্লেখ করে তারা তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। মামলা প্রক্রিয়াধীন আছে, আইনানুগ সকল প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃতদের কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।