মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে বন্যার পানিতে ডুবে দিয়ামনি নামের ১৪ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। ১০জুন শুক্রবার বাদ জুমা উপজেলার সদর ইউনিয়নের সারিকালিনগর (বালুর চর) এলাকায় এ ঘটনা ঘটে। নিতহ শিশু ওই এলাকার রফিকুলের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য আজিজল হক জানান, দুপুর ২ ঘটিকার দিকে দিয়ামনি বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ তাকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশেই বন্যার পানিতে দিয়ামনিকে ভাঁসতে দেখা যায়। পরে পরিবারের লোকজন তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে।
ঝিনাইগাতী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মনিরুল আলম ভুইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।