শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

ডলারের বিপরীতে টাকার মান কমলো

ডলারের বিপরীতে টাকার মান কমলো

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে টাকার মান কমেছে ১৩ দশমিক ৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্টে এই তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, গত বছরের ২ জানুয়ারি আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের বিনিময় হার ছিল ৮৫ টাকা ৮০ পয়সা। পরে ১ ডিসেম্বর তা দাঁড়ায় ১০৫ টাকা ৪০ পয়সায়। সবশেষ ২০২৩ সালের ১৪ আগস্ট (সোমবার) যা ছিল ১০৯ দশমিক ৫০ পয়সা।  এই পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল করতে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছে রিজার্ভ থেকে ১৩ দশমিক ৫০ বিলিয়ন ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। করোনা মহামারি-উত্তর অর্থনীতি পুনরুদ্ধারে মার্কিন ডলারের  চাহিদা বেড়ে যায়। এতে বিদেশি মুদ্রার বাজারে অস্থিরতা দেখা দেয়। গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে এই সংকট আরও তীব্র হয়। সেসময় বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়। ইউএস ডলারের বিপরীতে বেশিরভাগ দেশের মুদ্রার অবনমন ঘটে। সেই সঙ্গে প্রায় সবধরনের খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পায়। তাতে আমদানি ব্যয় ঊর্ধ্বমুখী হয়। ফলে বৈদেশিক মুদ্রাবাজার আরও অস্থির হয়ে ওঠে। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্টে বলা হয়, ২০২২ সালে চীনা ইউয়ান, ভারতীয় রুপি, জাপানি ইয়েন এবং ইন্দোনেশিয়ান রুপিসহ নানা দেশের মুদ্রার পতন হয়েছে। পাকিস্তানি রুপি দর হারিয়েছে ২২ শতাংশ। এশীয় মুদ্রাগুলোর মধ্যে যা সর্বোচ্চ। এরপরে জাপানি ইয়েনের দাম কমেছে ১৪ শতাংশ।গত বছর মার্কিন মুদ্রার বিপরীতে ইউরোর ৬ শতাংশ এবং ইউকে পাউন্ড স্টার্লিংয়ের মূল্য ১০ শতাংশ হ্রাস পেয়েছে। তবে রাশিয়ান রুবল ও সিঙ্গাপুরি ডলারের মূল্যমান বেড়েছে যথাক্রমে ২ শতাংশ ও ১ শতাংশ।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন