এএফএম মমতাজুর রহমান আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘিতে উত্তম মৎস্য চাষ অনুশীলন এবং মৎস্য খাদ্য -পশুখাদ্য আইন বিষয়ে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক চার দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) সহায়তায় আদমদীঘি উপজেলা প্রশাসন এই প্রশিক্ষনের আয়োজন করেন। রোববার সোমবার মঙ্গলবার ও বৃহস্পতিবার ৪ দিন ব্যাপী উপজেলা হলরুমে প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন নির্বাহী অফিসার শ্রাবনী রায়।
প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, বগুড়া জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক মশিউর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, সান্তাহার মৎস্য গবেষনা ইনস্টিটিউট প্লাবন ভূমির বৈজ্ঞানিক কর্মকর্তা মুনিরুজ্জামান পাপ্পু, উপজেলা ডেভল পমেন্ট ফ্যাসিলিটেটর উন্নয়ন প্রকল্প (জাইকা’র) আশরাফ মাহমুদ প্রমুখ। চার দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালায় দুই ব্যাচে উপজেলার ৬০ জন মাছ চাষী অংশগ্রহণ করবে বলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান।