মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামি গ্রেপ্তার হয়েছে।
বুধবার (৬ জুলাই) পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এএসআই নৃপ্রেশ চন্দ্র দেব অভিযান চালিয়ে উপজেলার কাদিপুর হোসেনপুর গ্রাম থেকে সিআর ০৬/২২ এর গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি জসিম উদ্দিন কে আটক করে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, আটককৃত পরোয়ানাভুক্ত আনামিকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।