মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: মৌলভীবাজার চলমান বন্যায় ৩৫টি ইউনিয়নে ১৬ হাজার ৩৩৯টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়িঘরের তালিকা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে পাঠিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন। এ ছাড়া বন্যায় জেলায় চার হাজার ৬৮০ হেক্টর ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। আজ শনিবার জেলা প্রশাসনের কার্যালয়ে ত্রাণ ও পুনর্বাসন অফিসার মোহাম্মদ ছাদু মিয়া কালের কণ্ঠকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জেলায় পানিবন্দি পরিবারের সংখ্যা ৬৬ হাজার ৭৪৫টি। আর ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা তিন লাখ ১৩ হাজার ৫৫২ জন।
তিনি আরো বলেন, বন্যায় জেলায় মোট আশ্রয়কেন্দ্র ১১৪টি খোলা রয়েছে। এতে প্রায় ১৭ হাজার ৩৪২ জন আশ্রয় নিয়েছেন। ৪৭টি মেডিক্যাল টিম চালু রয়েছে। মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, পযার্যক্রমে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। মৌলভীবাজার পানি উন্নয়নের বোর্ডের নির্বাহী অফিসার আক্তারুজ্জামান বলেন, মৌলভীবাজার শেরপুরে কুশিয়ারা নদীর পানি বিদৎসীমার ৭.৯৬ সেমির নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মুন ও ধলাই নদীর পানি কমেছে।