এএফএম মমতাজুর রহমান
আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ
আদমদীঘির সান্তাহারে ট্রেনের নিচে একটি পা কাটা পড়ে শাহিন হোসেন (২৭) নামের এক যুবক দুই দিন হাসপাতালে ভর্তি থাকার পর মারা গেছেন। নিহত শাহিন উপজেলার সান্তাহার পৌর শহরের চা বাগান মহল্লার শামসুল হকের ছেলে। গুরুতর আহত শাহিন বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম জানান, মঙ্গলবার রাত ১১ টায় একটি মালবাহী ট্রেন শান্টিং শেষে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছিল। এসময় ট্রেনটি সান্তাহার সরকারি কলেজ গেট এলাকায় পৌঁছলে শাহিন হোসেন নামের ওই যুবক রেললাইন অতিক্রম করার সময় তার দুটি পা চাকায় থেতলে যায়। স্থানিয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে নওগাঁ ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে একটি পা কেটে ফেলতে হয়। এরপর বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।