মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: করোনায় গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মারা গেছেন ৩০০ জন। সোমবার সকালে দিনাজপুরের সিভিল সার্জন ডা.এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ৯৭৯ জনের। বর্তমানে সক্রিয় করোনা রোগী ৮২ জন। এক দিনে সুস্থ হয়েছেন সাতজন। মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৫৯৭ জন। অন্যদিকে সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে একজন ভর্তি রয়েছেন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৪ জন। জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১ লাখ ২ হাজার ৫৮৬টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯৮ হাজার ১১৩টি। হোম আইসোলেশনে রয়েছেন ৮২ জন।