মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: পুলিশের গুলিতে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের মৃত্যুর প্রতিবাদে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। কর্মসূচি অনুসারে, বৃহস্পতিবার (৪ আগস্ট) দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে এর সঙ্গে ঢাকা মহানগরী ইউনিটসমূহ অন্তর্ভুক্ত থাকবে না। কারণ বেলা ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নূরে আলমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ঢাকা মহানগরীর অন্তর্ভুক্ত সব স্তরের নেতাকর্মীদের নূরে আলমের জানাজায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। এছাড়া শনিবার (৬ আগস্ট) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে পল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদী ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, গত ৩১ জুলাই ভোলায় সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা গেছেন।