মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্তরে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ ইসমাঈল, সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, উপজেলা ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন, মুক্তিযোদ্ধা সংসদ পার্বতীপুর উপজেলা কমান্ডারের সাবেক কমান্ডার ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিচালনা কমিটির অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা রিয়াজ মাহমুদ, সমাজ সেবা অফিসার তাপস রায়, ভবানীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মবিদুল ইসলাম প্রমুখ।