রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

দিনাজপুরে সরকারি গোডাউন থেকে পাচার করা ৫শ বস্তা ইউরিয়া ভর্তি ট্রাকসহ ব্যবসায়ী আটক

দিনাজপুরে সরকারি গোডাউন থেকে পাচার করা ৫শ বস্তা ইউরিয়া ভর্তি ট্রাকসহ ব্যবসায়ী আটক

দিনাজপুর সংবাদদাতা ঃ

দিনাজপুরে বিসিআইসি (বাফার) সরকারি গোডাউন থেকে পাচার করা ৫ শত বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে ডিবি পুলিশ।
এসময় সাদেকুল ইসলাম নামের এক সার ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক সার ব্যবসায়ী সাদেকুল ইসলাম বোচাগঞ্জ উপজেলার কেরালগাঁও গ্রামের নুরুল ইসলামের পুএ।
উদ্ধারকৃত ৫০০ বস্তা সারের মূল্য সাড়ে ৬ লাখ টাকা।
এ ঘটনায় পুলিশ বাদীরে বোচাগন্জ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।
গতকাল রোববার (২৩ জুলাই) দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মাসুম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করে বলেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদের দিক নির্দেশনায় ডিবি পুলিশের ইনচার্জ এফ এম মনিরুজ্জামানের নের্তৃত্বে গত শনিবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে বোচাগঞ্জের দকচাই মোড়ে ৫শত বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করা হয়। উদ্ধার হওয়া সার জেলা শহরের পুলহাট বিসিআইসি (বাফার) গোডাউন থেকে একই দিন দুপুর ১ টার দিকে উত্তোলন করা হয়েছিল। কৃষিক্ষেত্রে চাষাবাদে কৃষকের জন্য বরাদ্ধ ছিল ওইসব সারের বস্তা।
কৃত্রিম সংকট সৃষ্টি করে চড়া দামে বিক্রি করে অধিক মুনাফার আশায় পাচারকরে নাকি সরকার কে বিব্যত করা সহ অন্য কোন উদ্দেশ্য ছিল কিনা তা জানতে ৫ দিনের রিমান্ড আবেদনসহ আসামিকে আদালতে প্রেরন করা হয়েছে।

এসময় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম মোর্শেদ, গোয়েন্দা পুলিশের ( ডিবি’র) ইনচার্জ এফ.এম. মনিরুজ্জামান।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন