রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

যে কারণে টুইটারের হেড অফিস থেকে সরল ‘এক্স’ লোগো

যে কারণে টুইটারের হেড অফিস থেকে সরল ‘এক্স’ লোগো

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :  যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে টুইটারের সদর দফতর থেকে বিশালকার একটি ‘এক্স’ লোগো সরিয়ে ফেলা হয়েছে। সম্প্রতি ইলোন মাস্ক পুরনো ‘পাখি’ উড়িয়ে দিয়ে ‘এক্স’ লোগো বসিয়েছেন মাইক্রো ব্লগিং সাইটটির মাথায়। মার্কেট স্ট্রিটের সদর দফতরের ছাদে গত ২৮ জুলাই বিশাল আকৃতির এই লোগো বসানো হয়। লাইটিংয়ের কারণে দূর থেকেও ‘এক্স’ প্রতীকটিকে জ্বলজ্বল করতে দেখা যায়। চোখে আলো লাগায় বেশ বিরক্ত হন শহরতলির বাসিন্দারা। এ পর্যন্ত ২৪টি অভিযোগ নথিবদ্ধ করেছে নগরের ভবন বিভাগ।নকুবের মাস্ক গত অক্টোবরে চার হাজার ৪০০ ডলারের বিনিময়ে টুইটার অধিগ্রহণ করেন। নিয়ন্ত্রণ নেওয়ার কয়েক মাস পর এক্স ইনকরপোরেশন অধিভুক্ত করার পাশাপাশি প্রধান কার্যালয় সান ফ্রান্সিসকোতে থাকবে বলে ঘোষণা দেন তিনি। যার অংশ হিসেবে দৈত্যাকৃতির ‘এক্স’ বসে সাবেক টুইটার ভবনের ছাদে।ভবন পরিদর্শন বিভাগের একজন মুখপাত্র সোমবার ই-মেইলের মাধ্যমে বলেন, আজ সকালে ভবন পরিদর্শকরা কাঠামোটি ভেঙে ফেলতে দেখেছেন। অনুমোদন ছাড়া তীব্র আলোর কাঠামো বসানোর জন্য ভবন মালিককে গুণতে হবে জরিমানা।তবে এক্স জানিয়েছে, তারা স্বেচ্ছায় লাইটিং লোগোটি অপসারণ করেছেন।

 

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন