উলিপুরে আন্ত:জেলা চোর চক্রের মূলহোতা গ্রেফতার, দু’টি মোটরসাইকেল উদ্ধার
উলিপুর(কুড়িগ্রাম )প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে আন্ত:জেলা চোর চক্রের মূলহোতা মোঃ রাকিবুল ইসলাম(২৩)কে গ্রেফতার করেছে পুলিশ। সে রাজারহাট উপজেলার চকড়াটারী এলাকার আখতার আলীর পুত্র।
পুলিশ জানায়, গত ২৫ আগস্ট রাতে উলিপুর উপজেলা চত্বরের ভাড়া বাসার নীচ তলায় গ্যারেজ থেকে শাহিন আলম নামে এক ব্যক্তির পালসার ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়ে যায়। এ ঘটনায় সোমবার রাতে উলিপুর থানার এসআই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে এএসআই সোহাগ পারভেজ, কং হারুন অর রশিদ অভিযান চালিয়ে রাজারহাট উপজেলার সেলিম নগর এলাকা থেকে চুরি হওয়া ১৫০ সিসি পালসার মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা মোঃ রাকিবুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে গত ১০ আগস্ট চুরি হওয়া আরো ১টি ডিসকভার ১৫০সিসি মটরসাইকেল রংপুর জেলার গঙ্গাছড়া থানা এলাকা থেকে উদ্ধার করা হয়।
মঙ্গলবার(২৯ আগস্ট) বিকালে উলিপুর অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আন্তঃজেলা চোর চক্রের রাকিবুল ইসলামকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।