কুড়িগ্রামে ডিএনসি ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
ফুলবাড়ী ( কুড়িগ্রাম) প্রতিনিধি: ২৪.০৯.২৩
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) কুড়িগ্রাম ও জেলা পুলিশ কুড়িগ্রামের যৌথ অভিযানে ৪৪৪ বোতল ফেন্সিডিল, ৫ কেজি গাঁজা, ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়েছে। রবিবার ২৪ সেপ্টেম্বর বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক জনাব তরুণ কুমার রায়ের নেতৃত্বে একদল ডিএনসি সদস্য কুড়িগ্রাম জেলা পুলিশের সহায়তায় ভুরুঙ্গামারী উপজেলার জয়মনির হাট এলাকার চিহ্নিত মাদক চোরাকারবারী সাজেদুল ইসলাম সাজুর বাড়িতে অভিযান চালান। এ সময় ওই বাড়ী থেকে ৪৪৪ বোতল ফেন্সিডিল, ৫ কেজি গাঁজা, ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারি সাজু কৌশলে পালিয়ে যায়।
কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফর জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের পরিমান উল্লেখ পুর্বক পলাতক মাদক চোরাকারবারি সাজেদুল ইসলাম সাজুর বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।