শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পূজোর নতুন জামা পেয়ে আনন্দিত জন্মান্ধ দুই কিশোর

পূজোর নতুন জামা পেয়ে আনন্দিত জন্মান্ধ দুই কিশোর

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: জন্মান্ধ দুই ভই রাস্তায় ভিক্ষাবৃত্তি করে। এক ভাই একটু দেখতে পায় । সে লাটি হাতে সামনে হাটে অন্যজন পিছন পিছন হেটে ভিক্ষা করে। বয়স ১২ থেকে ১৪ বছরের হবে। তাদের বাড়ি আমতলী চা বাগান এলাকায়।

বুধবার বিকালে এই হতভাগা জন্মান্ধ দুই ভাইকে শ্রীমঙ্গল শহরে ভিক্ষা করতে দেখেন লালতীর সিড এর ডিভিশনাল ম্যানাজার তাপশ চক্রবর্তী। দেখে মায়া হয় তাপশ চক্রর্তীর। তিনি দুই ভাইকে ডেকে এনে জানতে পারেন তারা তুই ভাই জন্মান্ধ। অভাবের সংসার। ভিক্ষাবৃত্তি করেই সংসার চালান তারা। পরে তাপশ চক্রবর্তী দুই ভাইকে কাপড়ের দোকানে নিয়ে গিয়ে নতুন জামা কিনে দেন। নতুন কাপড় পেয়ে দুই অন্ধ ভাইয়ের মুখে খুশির হাসি ফুঁটে উঠে। তাদের মুখে হাসি দেখে তাপশ চক্রবর্তীও খুশি।

তিনি জানান, শিশু দুটিকে রাস্তায় ভিক্ষা করতে দেখে মায়া হয়। সনাতন ধর্মের হওয়াতে দুর্গাপূজার নতুন জামা কিনে দিলাম । পরে দুজনকে বাসে তোলে দিয়ে বাড়িতে পাঠান।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন