শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

নির্বাচনে দাঁড়াবো কি না নির্ভর করছে দিদির ওপর: দেব

নির্বাচনে দাঁড়াবো কি না নির্ভর করছে দিদির ওপর: দেব

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ২০১৪ ও ২০১৯ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে পরপর দু’বার লোকসভা নির্বাচনে জয়লাভ করেন টালিউড অভিনেতা দীপক অধিকারী (দেব)। এর মাধ্যমে পশ্চিমবঙ্গের ঘাটালের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু সম্প্রতি গুঞ্জন শুরু হয়েছে, দেব নাকি আর নির্বাচন করবেন না। এমনকি, তিনি রাজনীতিই ছেড়ে দিচ্ছেন বলেও শোনা গেছে। সম্প্রতি ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান এবং ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতির পদ থেকে পদত্যাগ করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর বিতর্ক উসকে দিয়েছিলেন দেব নিজেই। এরপরই পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, দেবের ইস্তফা শুধু সময়ের অপেক্ষা মাত্র। তার এই মন্তব্যের পর গুঞ্জন আরও বেড়ে যায়- দেব কি তাহলে বিজেপিতে যাচ্ছেন?  নির্বাচনের আগে গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ছিল ভারতীয় পার্লামেন্টের শেষ অধিবেশন। তাতে যোগদান শেষে দিল্লি থেকে প্লেনে কলকাতায় ফেরেন দেব। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন এ অভিনেতা। তৃণমূল কংগ্রেস ছাড়ার গুঞ্জন প্রসঙ্গে বলতে গিয়ে দেব বলেন, আমি দল ছাড়তে যাবো কেন? অন্য দলেই বা যাবো কেন? আমি দলের কাছে কী চেয়েছি যে, দল আমাকে না বলেছে, যে কারণে আমি দল ছাড়তে যাবো? অভিনেতা রুদ্রনীল ঘোষ বলেছিলেন, দেব বিজেপির এক বড় নেতার সঙ্গে বৈঠক করেছেন। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তৃণমূল সংসদ সদস্য বলেন, ও হয়তো আমার বিষয়ে আমার চেয়েও বেশি জানে। ওকে গিয়েই জিজ্ঞাস করুন। তবে আমার সঙ্গে এমন কোনো নেতার কথা হয়নি। আপনি কি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবেন? উত্তরে দেব পাল্টা প্রশ্ন করেন, কেন পদত্যাগ করবো? রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার গুঞ্জনের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, যে রাজনীতির কথা আপনারা বলছেন, সেই রাজনীতি আমি গত ১০ বছরে করিনি। আমি যে রাজনীতিতে বিশ্বাস করি, তা হচ্ছে মানুষের উন্নয়ন, মানুষকে ভালো রাখা, মানুষের শান্তি বজায় রাখা। শেষ ১০ বছরে আমার মনে হয় না আমি এমন কোনো মন্তব্য করেছি যে, অন্য দলের সঙ্গে, মানুষের সঙ্গে অশান্তি লাগবে। আমি মানুষকে বাঁচিয়ে রাখার রাজনীতিতে বিশ্বাস করি, সেটাই করছি। মানুষের উন্নয়ন ও ভালো কাজ করার জন্য কোনো পদের দরকার পড়ে না। এমনিও কাজ করা যেতে পারে। দেব আরও বলেন, আগামী দিনে আমি লোকসভা নির্বাচনে দাঁড়াবো কি না সেটি পুরোপুরি দিদির (মমতা ব্যানার্জী) ব্যাপার। তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমার দলের নেত্রী। আমার সঙ্গে দিদির গত ১০ বছর ধরে কথা হচ্ছে। নতুন করে কথা বলার কিছু নেই। ঘাটালের সংসদ সদস্য বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি মমতা ব্যানার্জীর ওপর থাকলেও আমি নির্বাচনে দাঁড়াবো কি না একটা প্রশ্ন থেকেই যায়। অবশ্যই আমার মাথায় কিছু একটা চলছে। মিথ্যা বলবো না, অস্বীকারও করবো না, জল্পনাও বাড়াবো না। আমার মাথায় চলছে, এবার আমি নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়াতে পারি। কিন্তু আমার কাছে সম্পর্কটা বেশি গুরুত্বপূর্ণ। দেব বলেন, আমি আজ পর্যন্ত কারও সঙ্গে কোনো বাজে কথা বলিনি। সে কারণে আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো। আমি দিদিকে অত্যন্ত ভালোবাসি। আমার একার সিদ্ধান্তে কিছু হবে না। এটি পুরোপুরি দিদির ওপর নির্ভর করছে। আমি আমার মনের কথা দিদিকে জানিয়েছি।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন