শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

গোবিন্দগঞ্জ মাদক কেনাবেচায় বাধা দেওয়ায় ক্ষেতের ৩০ টি কলাগাছ কেটেছে

গোবিন্দগঞ্জ মাদক কেনাবেচায় বাধা দেওয়ায় ক্ষেতের ৩০ টি কলাগাছ কেটেছে
গাইবান্ধা প্রতিনিধিঃ  জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় কয়েকজন যুবককে মাদক কেনাবেচায় বাধা দেওয়ায় কৃষকের ক্ষেতের ৩০টি কলাগাছ কেটে সাবাড় করার অভিযোগ ওঠেছে।
মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার কাটামোড় এলাকায় দেখা গেছে- কলাগাছগুলো কেটে ফেলার দৃশ্য। এসময় ক্ষতিগ্রস্ত আব্দুর রহিম চরম দুশ্চিন্তায় ভুগছিলেন। আব্দুর রহিম গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় এলাকার বাসিন্দা ও সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার কমিটির অন্যতম সদস্য। ওই কমিটির সভাপতি ফিলিমন বাস্ক জানান, কাটামোড় এলাকায় দোকানপাটের পূর্বপাশে আব্দুর রহিমের দেড় বিঘা জমির একটি কলাবাগান রয়েছে। ওই বাগানের আড়ালে মাদক কেনাবেচা হতো। হাতের কাছে মাদক পাওয়া যায় বলে এলাকার কিশোর-যুবকরা মাদকাসক্ত হয়ে পড়ছিল। এছাড়া এলাকায় নানা অসামাজিক কাজও বেড়েছে। এ অবস্থায় ওই জায়গায় মাদক বিক্রি ও সেবনে বাধা দেন কলা বাগানের মালিক আব্দুর রহিম। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার (১৬ মার্চ) দিনগত রাতে ৩০টি কলাগাছ কেটে ফেলেছে মাদকাসক্তরা।  এ বিষয়ে ক্ষতিগ্রস্ত আব্দুর রহিম বলেন, স্থানীয় মাদকাসক্ত যুবকরা আমার বাগানের কলাগাছ কেটে ফেলায় লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। এর সুষ্ঠু বিচার দাবি করছি। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, ওই ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন। সেটি খতিয়ে দেখছেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন