মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : গাজীপুর জেলার টঙ্গীপূর্ব থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তাররা হলেন, মো. মনিরুল ইসলাম (৩৫) এবং মো. মাসুদ রানা (২১)। শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাতে র্যাব-২ এর একটি দল গাজীপুর জেলার টঙ্গীপূর্ব থানা এলাকা হতে তাদের গ্রেপ্তার করে। শনিবার (৬ এপ্রিল) দুপুরে র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার এএসপি শিহাব করিম জানান, মাসুদ রানা এবং মনিরুল ইসলাম ২০১৮ সালের ২৮ জুন ১৯৫ বোতল ফেনসিডিলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তারের ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা হয়। ওই মামলায় ৪ মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত হতে জামিনে পান তারা। এরপর আদালতে আর হাজিরা না দিয়ে পলাতক হয়। অন্যদিকে তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পলাতক থাকা অবস্থায় বিজ্ঞ বিশেষ দায়রা আদালত ও দ্রুতবিচার ট্রাইব্যুনাল মামলাটির বিচারিক কার্যক্রম শেষে দুজনের বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদানপূর্বক গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন। গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামিদের গ্রেপ্তারে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জের অধিযাচন পত্রের প্রেক্ষিতে র্যাব-২ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে ও গতরাতে গ্রেপ্তারে সক্ষম হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে দুজনকেই ডিএমপি ঢাকার উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।