পার্বতীপুরে পোণা মাছ চাষে সাফল্য
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের পার্বতীপুর উপজেলার প্রত্যন্ত পল্লী এলাকায় পল্লী সহায়ক ফাউন্ডেশন ও গ্রাম বিকাশ কেন্দ্রের আর্থিক ও কারিগরি সহায়তায় এক অসহায় দম্পত্তি পোণা মাছ চাষ করে আর্থিক ভাবে সাফল্য অর্জন করেছে। উপজেলার মমিনপুর ইউনিয়নের হয়বতপুর গ্রামের বেলাল হোসেন ও তার স্ত্রী অনামিকা খাতুন ঔসব প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষন নিয়ে ১২৫ শতকের দুইটি পুকুরে পোণা মাছ চাষ করে। তারা জানান, এ যাবত ৯ লাখ টাকা খরচ করে প্রায় ১৬ লাখ টাকার পোণা মাছ বিক্রি করেছি এবং ৭/৮ লাখ টাকার পোণা পুকুরে আছে। সদস্য অনামিকা খাতুন জানান, আগে আমার স্বামী অণ্যের বাড়ীতে দিনমজুরের কাজ করতো কিন্তু এখন আমরা স্বাবলম্বী। এভাবে প্রশিক্ষন নিয়ে এলাকায় অনেকে সাফল্য হয়েছে বলে জানান বেলাল হোসেন।