শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বিসিবির এইচপি ক্যাম্পে ডাক পেলেন ২৫ ক্রিকেটার

বিসিবির এইচপি ক্যাম্পে ডাক পেলেন ২৫ ক্রিকেটার

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : লম্বা বিরতির পর আবারও শুরু হয়েছে হাই পারফরম্যান্স (এইচপি) ক্যাম্প। সোমবার (২০ মে) এক বিবৃতিতে এইচপি ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের নাম জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে বিসিবি জানিয়েছে, এই ক্যাম্পে ক্রিকেটীয় অনুশীলন ছাড়াও ইংরেজি ভাষার দক্ষতা, খাদ্যাভ্যাস, গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ, প্লেয়িং কন্ডিশন সম্পর্কে ধারণা ও দুর্নীতিবিরোধী গাইডলাইন সম্পর্কে জ্ঞান দেওয়া হবে। ঢাকায় তাত্ত্বিক বিষয়ের ক্যাম্পের পর রাজশাহী ও বগুড়ায় হবে স্কিল ট্রেনিং ও ম্যাচ অনুশীলন। ২০ মে থেকে ১৫ জুন পর্যন্ত এইচপি দলের জন্য ঢাকায় তাত্ত্বিক বিষয়ে ক্যাম্পের আয়োজন করেছে বিসিবি। এরপর ২১ জুন থেকে ১৮ অগাস্ট ক্যাম্প হবে বগুড়া ও রাজশাহীতে। সেখানে ম্যাচ সিনারিও অনুশীলন, নিজেদের মধ্যে ভাগ হয়ে ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। ২৬ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ ‘এ’ ও বাংলাদেশ টাইগার্সের বিপক্ষেও ম্যাচ থাকবে এইচপির।

২৫ সদস্যের এইচপি দল

ওপেনিং ব্যাটার
মাহফিজুর ইসলাম, আশিকুর রহমান শিবলি, জিসান আলম, হাবিবুর রহমান শিবলি, আব্দুল্লাহ আল মামুন, প্রান্তিক নওরোজ নাবিল, খালিদ হাসান।

মিডল অর্ডার ব্যাটার
আরিফুল ইসলাম, এসএম মেহরুব হাসান, আইচ মোল্লাহ, আহরার আমিন, শিহাব জেমস, অমিত হাসান, প্রীতম কুমার।

অলরাউন্ডার
মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন

স্পিনার
রাকিবুল হাসান, ওয়াসি সিদ্দিকি, মেহেদী হাসান, নাঈম হোসেন সাকিব।

পেসার
রুয়েল মিয়া, রিপন মণ্ডল ও আশিকুর জামান রোহানাত দৌল্লা বর্ষণ।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন