পাঁচবিবিতে নকল-নবিশদের কলম বিরতি
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃজয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সাব-রেজিষ্ট্রী অফিসে কর্মরত এক্সট্রা মোহরার (নকল নবিশরা) কলম বিরতি পালন করেছে। সারাদেশ ব্যাপী (বন্যাদূর্গত এলাকা ব্যতীত) ৫০৩’টি সাব-রেজিষ্ট্রী অফিসের নকল নবিশরা চাকুরী জাতীয়করনের দাবীতে একর্মসুচী পালন করেছেন।আজ বৃহস্পতিবার সকাল ৯’টা থেকে ১’টা পর্যন্ত পাঁচবিবি উপজেলা সাব-রেজিষ্ট্রী অফিসে কর্মরত সকল বৈষম্যেও শিকার নকল নবিশরা চাকুরী জাতিয়করনের ১ দফা দাবীতে কলম বিরতি পালন করেন। বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ) এসোসিয়েশন পাঁচবিবি উপজেলা শাখার আয়োজনে ১ দফা দাবী আদায়ের লক্ষে কলম বিরতি উপলক্ষে মানববন্ধন করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি শ্রী অমৃত কুমার পাঁন্ডে, সহ-সভাপতি মোঃ ওয়াজেদ আলি, সাধারন সম্পাদক মোঃ আল-মামুন জুয়েল, যুগ্ন-সম্পাদক শ্রী সুদেব চন্দ্র, বিশ^নাথ ঘোষ, জয়নব বানু ও শান্তনা রানী সহ অনেকেই।