সোহেল সানী : এবারের প্রতিবাদ্য বিষয় ছিল উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা দেশ গড়বো সমাজসেবায়। বণার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আজ সোমবার বেলা ১২টায় উপজেলা চত্বর থেকে এক বণার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা প্রধান ফটকে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে ১১ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ১১টি হুইল চেয়ার, ৭ জন দুস্থ্য ও অসহায় মানুষের মাঝে সুদ মুক্ত ২ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। এসময় বিতরণকালে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো: হাফিজুল ইসলাম প্রমাণিক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইসমাঈল, উপজেলা ভাইসচেয়ারম্যান আমিরুল মোমেনীন ও সমাজ সেবা অফিসার তাপস রায়সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।